
মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সুনামগঞ্জ জেলা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে জেলা শহরের আব্দুজ জহুর সেতুর পশ্চিম পাড় থেকে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক এন.ডি. উছমান গনি ও সদস্য সচিব রিদওয়ানুল হক নিহালের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সুনামগঞ্জ জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় এন.ডি. উছমান গনি বলেন, “নতুন কমিটির অনুমোদন দেওয়ায় আমরা কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কমিটি শুধু সুনামগঞ্জ নয়, বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রথম জেলা কমিটি হিসেবে ইতিহাস গড়েছে।”
তিনি আরও বলেন, “আমরা কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুযায়ী সংগঠনকে এগিয়ে নিয়ে যাব এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা আগামী প্রজন্মের মাঝে পৌঁছে দিতে কাজ করব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমেদ শিহাব, যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম তারেক, আলী ইমরান, মিজান মিয়া, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম ও দ্বীন ইসলাম।
এছাড়াও ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল জামান, যুগ্ম সদস্য সচিব সালেহা বেগম, সাজ্জাদুর জামান শাহিন, মাহমুদুল হাসান তোহা, তোফায়েল আহমেদ, নোহান মাহদি চৌধুরী, আরিফুল ইসলাম জোহান, মোফাচ্ছির আহমেদ মুহিত, মুখ্য সংগঠক ইকরাম আলী সিয়াম এবং মুখপাত্র নাঈম আহমেদ অন্তরসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।