সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী আনোয়ার হোসাইন খান

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৫, ০৬:২০ অপরাহ্ণ
কানাইঘাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী আনোয়ার হোসাইন খান

ডেস্ক নিউজ ::

সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান কানাইঘাটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

 

৩ জুলাই (বুধবার) দুপুরে কানাইঘাট দক্ষিণ বাজারস্থ জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

প্রারম্ভিক বক্তব্যে হাফিজ আনোয়ার হোসাইন খান গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতের মানুষদের ওপর দমন পীড়ন চালিয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।

 

তিনি বলেন, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় এ সময়ের মধ্যে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। প্রধান সড়কগুলোর করুণ অবস্থা এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। এসব বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

তিনি আরও বলেন, ৪ দলীয় জোট সরকারের সময় জামায়াত সমর্থিত এমপি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর মাধ্যমে এ অঞ্চলে গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে যোগাযোগ, অবকাঠামো, নদীভাঙন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে জনগণের প্রত্যাশা পূরণে তাকে জামায়াত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

 

হাফিজ আনোয়ার বলেন, তিনি ইতোমধ্যে কানাইঘাট-জকিগঞ্জের বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত হলে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় এসব সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সিলেট-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা ফয়জুল্লাহ বাহার, কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা শরিফ আহমদ, মাওলানা ফয়সল আহমদ, উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা তাজ উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম এবং সেক্রেটারি মাওলানা ইকবাল হোসেন।

 

এছাড়া জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কানাইঘাট প্রেসক্লাবের নেতারা এবং স্থানীয় সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন