সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৫, ০৬:০৪ অপরাহ্ণ
গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

গোয়াইনঘাট সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

রোববার বিকাল ৪টায় আনন্দ উল্লাসে উজ্জীবিত হয়ে গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আয়োজনে কলেজ ক্যাম্পাস চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিল শেষে গোয়াইনঘাট সবিজ বাজারের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সরকারি কলেজের ছাত্র দলের নবগঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বিগত দিনের প্রতিটি আন্দোলন সংগ্রামে গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আগামীতে তারা কেন্দ্র ঘোষিত দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীল এবং ছাত্রদলের কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন