সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন চাইলেন আলহাজ্ব আব্দুল হক 

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৫, ০১:৫৫ অপরাহ্ণ
সিলেট-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন চাইলেন আলহাজ্ব আব্দুল হক 

প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের অবস্থান পরিস্কার করলেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল হক।

তিনি বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে

সংবাদ সম্মেলনে আব্দুল হক বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল রাজনীতির সাথে আমি ছোটবেলা থেকেই সম্পৃক্ত। বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মি হিসেব আমি সব সময় দলের দিক নির্দেশনা মেনে পথ চলে আসছি। আমার সাথে রয়েছেন গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার তৃণমূলের কর্মীরা এবং অচিরেই আমি গোটা সিলেট -৪ আসনে গণসংযোগ শুরু করবো। ছোটবেলা থেকে

আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে জনগণের আস্থা, ভালবাসা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি আমি যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা পরিষদেরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। ইতিপূর্বে আমি যুক্তরাজ্যের এসেক্স বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করি। রাজপথের রাজনীতিতে সব সময়ই আমার সরব উপস্থিতি ছিলো। সংগঠনের প্রতিটি স্তরে আমার দায়িত্বশীল ভূমিকা রয়েছে এবং দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়ে দলীয় কর্মকাণ্ড চালিয়েছি।

রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং হতদরিদ্র মানুষের মাঝে সেবা পৌঁছে দিয়েছি। তাছাড়া যুক্তরাজ্যে প্রবাসে অবস্থান কালে বিএনপির আন্দোলন-সংগ্রামে নিয়মিত সক্রিয় ছিলাম। কর্মীদের পাশে দাঁড়ানো এবং দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি।আমি মনে করি দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকায় গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর আসনে আমি প্রার্থী হওয়ার নৈতিক শক্তি দিয়েছে।

আমি দুর্নীতিমুক্ত ইউনিয়ন ও উপজেলা প্রশাসন গঠন করতে চাই। আমাদের লক্ষ্য একটাই-গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং দলের বিজয়। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সিলেট -৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে আছি।”এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য মোঃ দিলু মিয়া, বিএনপি নেতা মুর্শেদ আহমদ, মোঃ এমদাদুল হক, শ্রমিকদল নেতা শিপলু আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন