
ডেস্ক নিউজ ::
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লক্ষ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একাধিক বিওপি একযোগে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি এবং সোনালীচেলা বিওপির টহল দল পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, স্কিন সান ব্রাইট ক্রিম, চকলেট, গরু, বাটার, মেহেদী, টমেটো, চিনি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮০,৮৫,৫৭০ টাকা, যা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। তারই অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Channel Jainta News 24 






















