সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী হলেন সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন

admin
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ণ
জৈন্তাপুর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী হলেন সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন

নিজস্ব সংবাদদাতা ::সিলেটের জৈন্তাপুর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের নাম ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা মোঃ নাছির উদ্দিন।

 

এ লক্ষ্যে গতকাল তিনি দরবস্ত ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এক আলোচনা সভায় মিলিত হয়ে নিজের পার্থীতার কথা জানান দেন । সভায় স্থানীয় নেতারা তাকে সমর্থন জানান এবং তৃণমূলে যুবদলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

আলোচনা সভায় মোঃ নাছির উদ্দিন বলেন, আমি ছাত্র কাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হই। ছাত্র রাজনীতির সুবাদে বিভিন্ন সময়ে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করি। সর্বশেষ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিসেবে ছাত্র রাজনীতির সমাপ্তি করি। দীর্ঘ রাজনীতির এই পথ চলায় আসন্ন যুবদলের কমিটিতে সভাপতি পদে নিজের পার্থীতা ঘোষণা করছি । দলের দুর্দিনে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূলে কাজ করেছি। বিএনপির কেন্দ্রীয় সকল কর্মসূচি আন্দোলন ও সংগঠনকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আশা রাখি জেলা যুবদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ আমাকে সভাপতি পদে মনোনীত করে উপজেলা যুবদলকে আরো সুসংঘটিত করার সুযোগ দিবেন।

তিনি আরও বলেন, তৃণমূলের নেতৃত্বেই বিএনপি ও যুবদল সুসংগঠিত হবে। দলের দুঃসময়ে মাঠে থাকা পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নই দলকে গন্তব্যে পৌঁছে দেবে।

সভায় দরবস্ত ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন