ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদে নিয়োগ সম্পন্ন : ফলাফল প্রকাশ

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১০ পড়া হয়েছে
২৬

নিজস্ব সংবাদদাতা::

জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এই তিনটি পদে মোট চারজন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

 

ফলাফলটি শনিবার ( ২৮ জুন ,) জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার( ভুমি) ফারজানা আক্তার লাবনী সাক্ষরিত  এক পত্রে প্রকাশ করা হয়। যাহার সংক্রান্ত স্মারক নম্বর: ০৫.৪৬.৯১৫৩.০০০.৯৯.০০৩.২৫-৫১৬।

 

নির্বাচিত প্রার্থীরা হলেন: ইমাম পদে মোঃ নোমান আহমদ (রোল: ০৩), মুয়াজ্জিন পদে রাকিবুল ইসলাম (রোল: ০৯) এবং খাদেম পদে মোঃ আব্দুল মুকিত (রোল: ১৪) ও কামাল উদ্দিন (রোল: ১৫)।

 

নিয়োগ পরীক্ষায় ৩ টি পদে মোট ৩১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। প্রত্যেক প্রার্থীকে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সনদ যাচাই এই তিনটি ধাপে সর্বমোট ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। প্রাপ্ত নম্বর অনুযায়ী সর্বোচ্চ নম্বরধারীদের মধ্য থেকে মেধা ও যোগ্যতা বিবেচনায় চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

 

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, যিনি একইসঙ্গে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির সভাপতির দায়িত্বও পালন করেন।

 

তিনি বলেন, প্রার্থীদের ধর্মীয় জ্ঞান, ব্যক্তিত্ব, আচরণ, দক্ষতা ও কার্যক্ষমতা বিবেচনায় নিয়ে প্রতিটি ধাপে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হয়েছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে ফলাফল চূড়ান্ত করা হয়েছে।

 

তিনি আরও বলেন, ইমাম পদের ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান, জামাত পরিচালনার দক্ষতা এবং ক্বেরাতের বিশুদ্ধতা মূল্যায়ন করা হয়। মুয়াজ্জিনের ক্ষেত্রে আজান, ইকামত এবং ইমামের সহকারীর ভূমিকা পালনের সক্ষমতা বিবেচনায় নেওয়া হয়। আর খাদেম পদের জন্য গুরুত্ব দেওয়া হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা ও সময়নিষ্ঠতা।

 

ফারজানা আক্তার লাবনী আশাবাদ ব্যক্ত করেন, নিয়োগপ্রাপ্তরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে।

 

চূড়ান্তভাবে নির্বাচিতদের প্রতি অভিনন্দন জানিয়ে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তাঁরা দায়িত্ব পালনে নিষ্ঠা, নিয়মশৃঙ্খলা ও আন্তরিকতার পরিচয় দেবেন।

 

এর আগে ১৬ এপ্রিল সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটি সভাপতি ফারজানা আক্তার লাবনী স্বাক্ষরিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ০৩টি পদে জনবল নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে আমন ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা 

Follow for More!

জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদে নিয়োগ সম্পন্ন : ফলাফল প্রকাশ

প্রকাশিত: ০৪:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
২৬

নিজস্ব সংবাদদাতা::

জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এই তিনটি পদে মোট চারজন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

 

ফলাফলটি শনিবার ( ২৮ জুন ,) জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার( ভুমি) ফারজানা আক্তার লাবনী সাক্ষরিত  এক পত্রে প্রকাশ করা হয়। যাহার সংক্রান্ত স্মারক নম্বর: ০৫.৪৬.৯১৫৩.০০০.৯৯.০০৩.২৫-৫১৬।

 

নির্বাচিত প্রার্থীরা হলেন: ইমাম পদে মোঃ নোমান আহমদ (রোল: ০৩), মুয়াজ্জিন পদে রাকিবুল ইসলাম (রোল: ০৯) এবং খাদেম পদে মোঃ আব্দুল মুকিত (রোল: ১৪) ও কামাল উদ্দিন (রোল: ১৫)।

 

নিয়োগ পরীক্ষায় ৩ টি পদে মোট ৩১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। প্রত্যেক প্রার্থীকে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সনদ যাচাই এই তিনটি ধাপে সর্বমোট ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। প্রাপ্ত নম্বর অনুযায়ী সর্বোচ্চ নম্বরধারীদের মধ্য থেকে মেধা ও যোগ্যতা বিবেচনায় চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

 

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, যিনি একইসঙ্গে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির সভাপতির দায়িত্বও পালন করেন।

 

তিনি বলেন, প্রার্থীদের ধর্মীয় জ্ঞান, ব্যক্তিত্ব, আচরণ, দক্ষতা ও কার্যক্ষমতা বিবেচনায় নিয়ে প্রতিটি ধাপে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হয়েছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে ফলাফল চূড়ান্ত করা হয়েছে।

 

তিনি আরও বলেন, ইমাম পদের ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান, জামাত পরিচালনার দক্ষতা এবং ক্বেরাতের বিশুদ্ধতা মূল্যায়ন করা হয়। মুয়াজ্জিনের ক্ষেত্রে আজান, ইকামত এবং ইমামের সহকারীর ভূমিকা পালনের সক্ষমতা বিবেচনায় নেওয়া হয়। আর খাদেম পদের জন্য গুরুত্ব দেওয়া হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা ও সময়নিষ্ঠতা।

 

ফারজানা আক্তার লাবনী আশাবাদ ব্যক্ত করেন, নিয়োগপ্রাপ্তরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে।

 

চূড়ান্তভাবে নির্বাচিতদের প্রতি অভিনন্দন জানিয়ে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তাঁরা দায়িত্ব পালনে নিষ্ঠা, নিয়মশৃঙ্খলা ও আন্তরিকতার পরিচয় দেবেন।

 

এর আগে ১৬ এপ্রিল সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটি সভাপতি ফারজানা আক্তার লাবনী স্বাক্ষরিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ০৩টি পদে জনবল নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।