
বালাগঞ্জ প্রতিনিধি ::
বালাগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের পঞ্চম প্রতিস্টা বার্ষিকী
পালিত হয়েছে। প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ৪৫ টি সেচ্ছাসেবী সংগঠন ও ১০ জন গুনী ব্যাক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ শে জুন) মোরার বাজারস্থ নেহার কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিষ্টা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক আহমদ মাহবুব ফেরদৌস। গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিনের সভাপতিত্বে
যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হাসান নাঈম ও প্রকাশনা সম্পাদক সুলতান আহমদের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান, নলজুড় সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিদ আলী, আব্দুল মতিন মহিলা একাডেমির প্রতিস্টাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন, আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসা এতিমখানা বিভাগের সুপারিন্টেন্ডেন্ট হাফিজ মো কুতুবউদ্দিন, প্রভাষক জাকারিয়া টিপু, সৌদি আরব প্রবাসী মর্তুজা খাঁন, সংগঠনের উপদেষ্টা ও রকমারি শপ মোরার বাজারে স্বত্বাধিকারী মিজানুর রহমান, ডাঃ আবুল বাশার বাদশা।
গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সদস্য ইতালি প্রবাসী ফয়ছল আহসান ও পর্তুগাল প্রবাসী সাদেক আহমদ।
সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আমন্ত্রিত প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন
মাহফুজ হাসান ইব্রাহিম, সভাপতি, জালালপুর ছাত্র কল্যাণ সংস্থা, পাবলু আহমদ, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চেতনায় রক্ত দান সংগঠণের প্রতিনিধি, ভোরের আলো উন্নয়ন সংস্থা, আব্দুল বাছিত, আল-ইহকাক ইসলামী সংস্থার সভাপতি মুফতি শায়খুল ইসলাম।
অনুষ্টানে গহরপুর ছাত্রকল্যাণ পরিষদ’র সভাপতি আব্দুল মুহাইমিন তার বক্তব্যে প্রতিষ্টাতা সভাপতি যুক্ত রাজ্য প্রবাসী ইব্রাহিম ফরহাদ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করে।বিগত দিনে শিক্ষার প্রসার ও সমাজ কল্যাণ মূলক কার্যক্রম তুলে ধরে বলেন,গহরপুর ছাত্র কল্যাণ পরিষদ আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় দুস্ত মানুষের জন্য এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে। সংগঠনের কার্যক্রম কে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Channel Jainta News 24 






















