সিলেট ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে জেলা কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত জুন ২৭, ২০২৫, ০৬:১৩ অপরাহ্ণ
সিলেটে জেলা কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুরাদ হাসান -::বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, সিলেট জেলার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকাল ৫টায় দক্ষিণ সুরমার তেতলী এলাকায় বিএনপির একটি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমেদ তাপাদার এবং সভা সঞ্চালনা করেন সদস্য সচিব তাজুল ইসলাম তাজুল।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি, চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের প্রধান উপদেষ্টা এম এ মালেক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও কৃষক দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশাহ আহমদ, যুগ্ম আহ্বায়ক আলমাছ চৌধুরী ও মাহবুব আলম, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল-মামুন এবং নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

 

সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের সরব উপস্থিতির  উপস্থিতি ছিল লক্ষণীয়।

সংবাদটি শেয়ার করুন