সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ধর্মপাশায় ১০০জন দরিদ্র শিশুর কেক কেঁটে সমন্বিত জন্মদিন উদযাপন 

ডেস্ক নিউজ
প্রকাশিত জুন ২৭, ২০২৫, ০৬:০৫ অপরাহ্ণ
ধর্মপাশায় ১০০জন দরিদ্র শিশুর কেক কেঁটে সমন্বিত জন্মদিন উদযাপন 

ধর্মপাশা প্রতিনিধি::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কাটা, আলোচনা সভা, দলীয় নৃত্য, কবিতা আবৃত্তি ও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ উপজেলার ১০০জন নিবন্ধিত দরিদ্র শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬জুন) বেলা সোয়া একটার দিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের অর্থায়নে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক সুমন রুরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। সংস্থার মাঠ সহায়ক জামিয়া সুলতানা ও রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক সমল মানকিন, ঢাকা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।অনুষ্ঠানে ১০০জন শিশুর প্রত্যেককে একটি করে ছাতা ও ১২টি করে খাতা উপহার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন