ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:৩১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১১ পড়া হয়েছে
১৯

অনলাইন ডেস্ক :: আজ সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের লিখিত পরীক্ষা।

 

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি ও সমমানের শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।

 

‎‎এ বছর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী এক লাখ ৯ হাজারের বেশি। এসব পরীক্ষা নেওয়া হবে দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে।

 

বিজ্ঞাপন

‎গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

 

‎এবারের পরীক্ষাকে কেন্দ্র করে বেশকিছু কঠোর পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরইমধ্যে প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার ১৫ আগস্ট পর্যন্ত বন্ধও ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, এবার পরীক্ষার্থীদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

 

‎‎এদিকে, ঢাকা শিক্ষা বোর্ড ৩৩ দফা নির্দেশনা জারি করেছে, যাতে পরীক্ষা শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়। নিরাপত্তার জন্য কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো, নকল প্রতিরোধী পোস্টার টানানো এবং জনসমাগম নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। প্রয়োজনে মাইক ব্যবহার করে সচেতনতা তৈরি করতে বলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কেবল এনালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করা যাবে। বর্ষাকালীন বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিদ্যুৎ অফিসকে আগেই সতর্ক করা হয়েছে।

 

‎সেইসঙ্গে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

প্রকাশিত: ০৪:৩১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
১৯

অনলাইন ডেস্ক :: আজ সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের লিখিত পরীক্ষা।

 

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি ও সমমানের শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।

 

‎‎এ বছর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী এক লাখ ৯ হাজারের বেশি। এসব পরীক্ষা নেওয়া হবে দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে।

 

বিজ্ঞাপন

‎গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

 

‎এবারের পরীক্ষাকে কেন্দ্র করে বেশকিছু কঠোর পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরইমধ্যে প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার ১৫ আগস্ট পর্যন্ত বন্ধও ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, এবার পরীক্ষার্থীদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

 

‎‎এদিকে, ঢাকা শিক্ষা বোর্ড ৩৩ দফা নির্দেশনা জারি করেছে, যাতে পরীক্ষা শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়। নিরাপত্তার জন্য কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো, নকল প্রতিরোধী পোস্টার টানানো এবং জনসমাগম নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। প্রয়োজনে মাইক ব্যবহার করে সচেতনতা তৈরি করতে বলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কেবল এনালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করা যাবে। বর্ষাকালীন বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিদ্যুৎ অফিসকে আগেই সতর্ক করা হয়েছে।

 

‎সেইসঙ্গে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়।