
গোযাইনঘাট প্রতিনিধি::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি এলাকায় স্থাপিত পাথর ভাঙ্গার আরও ৭৭টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ দ্বিতীয় দিনের মত বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্সের আভিযানিক টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগ, পুলিশ, বিজিবি সমন্বয় গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। বুধবার দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় অন্তত ৭৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে। অভিযানে সহায়তা করেন, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন, বিদ্যুৎ বিভাগ জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, ‘অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনো ভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না। এর আগে, গত বুধবার প্রথম দিন অভিযান চালিয়ে ৬৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ পর্যন্ত দুই দিনের অভিযানে মোট ১৪৪ টি ক্রাশার মিলের বিদুৎ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে।
Channel Jainta News 24 




















