সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জামালগঞ্জে ৭ বারের ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের মৃত্যু 

ডেস্ক নিউজ
প্রকাশিত জুন ২৪, ২০২৫, ০৭:৪১ অপরাহ্ণ
জামালগঞ্জে ৭ বারের ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের মৃত্যু 

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটি বাংলার প্রাণ পুরুষ খ্যাত ফেনারবাঁক ইউনিয়নের সাবেক ৭ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত), জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বাবু করুনা সিন্ধু তালুকদার আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ফেনারবাঁকের ছয়হারা গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীন এই জনপ্রতিনিধি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি  ৫ ছেলে, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। এদিকে করুনা সিন্ধু তালুকদারের মৃত্যুর খবরে উপজেলায় নেমে আসে শোকের ছায়া। মুহূর্তেই ছয়হারা গ্রামে নামে জনতার ঢল। সর্বস্তরের মানুষ প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেন তাঁর বাড়িতে। অনেকে কান্নায় ভেঙে পড়েন। মঙ্গলবার বিকেলে ছয়হারা গ্রামের শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রয়াত করুনা সিন্ধু তালুকদারের দ্বিতীয় ছেলে কাজল চন্দ্র তালুকদার বর্তমানে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাওর অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি করুনা সিন্ধু তালুকদারের মৃত্যুতে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান,বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন