ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৮:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১৫ পড়া হয়েছে

Oplus_131072

২৬

নিজস্ব সংবাদদাতা  :: ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার ( ২৪ জুন) সকাল ৮টা থেকে ১ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জৈন্তাপুর উপজেলা শাখার সদস্যরা।

 

সারা দেশের ন্যায় এই কর্মসূচির অংশ হিসেবে জৈন্তাপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কর্মরত মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা তাদের ছয় দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, “স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৩তম গ্রেড উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করতে হবে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।”

 

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুহুল আমিন, ফাতেমা বেগম, আব্দুল মজিদ, সুভাষ কুমার দেব, সুপ্রিয়া রাণী দাস, মাহফুজুল হক, মানোয়ারা বেগম, ফারজানা ফাইজা লাভলী, মাসুম আহমদ, রুহানা বেগম, মনিতা দাস পিংকি, মাসুক আহমদ, ময়নুল ইসলাম ও নুরুল ইসলাম সহ কর্মরত সকল মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা ।

 

উল্লেখ্য, ১৭ কোটি মানুষের এই দেশে স্বাস্থ্য সহকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জাতীয় টিকাদান কর্মসূচি (EPI) বাস্তবায়নে। স্বাস্থ্য সহকারীরা দেশের প্রতিটি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। বছরের প্রতিটি দিন, সকল প্রতিকূলতা উপেক্ষা করে, হাওর-বাঁওড়, পাহাড়-সমতল, খাল-বিল পেরিয়ে সেবা পৌঁছে দেন প্রতিটি শিশু ও মায়ের দোরগোড়ায়।

 

অবস্থান কর্মসূচিতে হাবিব উল্লাহ মাসুম এর পরিচালনায় সভাপতির বক্তব্যে মোঃ জিয়াউল ইসলাম বলেন “দেশসেবার এই অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও আমরা স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি ন্যায্য অধিকার থেকে। তাই এই বৈষম্য দূর করতে এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি:১. নিয়োগবিধি সংশোধন ২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ ৩. ১৪তম গ্রেড প্রদান ৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ ৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে আমন ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা 

Follow for More!

জৈন্তাপুরে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত: ০৮:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
২৬

নিজস্ব সংবাদদাতা  :: ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার ( ২৪ জুন) সকাল ৮টা থেকে ১ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জৈন্তাপুর উপজেলা শাখার সদস্যরা।

 

সারা দেশের ন্যায় এই কর্মসূচির অংশ হিসেবে জৈন্তাপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কর্মরত মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা তাদের ছয় দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, “স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৩তম গ্রেড উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করতে হবে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।”

 

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুহুল আমিন, ফাতেমা বেগম, আব্দুল মজিদ, সুভাষ কুমার দেব, সুপ্রিয়া রাণী দাস, মাহফুজুল হক, মানোয়ারা বেগম, ফারজানা ফাইজা লাভলী, মাসুম আহমদ, রুহানা বেগম, মনিতা দাস পিংকি, মাসুক আহমদ, ময়নুল ইসলাম ও নুরুল ইসলাম সহ কর্মরত সকল মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা ।

 

উল্লেখ্য, ১৭ কোটি মানুষের এই দেশে স্বাস্থ্য সহকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জাতীয় টিকাদান কর্মসূচি (EPI) বাস্তবায়নে। স্বাস্থ্য সহকারীরা দেশের প্রতিটি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। বছরের প্রতিটি দিন, সকল প্রতিকূলতা উপেক্ষা করে, হাওর-বাঁওড়, পাহাড়-সমতল, খাল-বিল পেরিয়ে সেবা পৌঁছে দেন প্রতিটি শিশু ও মায়ের দোরগোড়ায়।

 

অবস্থান কর্মসূচিতে হাবিব উল্লাহ মাসুম এর পরিচালনায় সভাপতির বক্তব্যে মোঃ জিয়াউল ইসলাম বলেন “দেশসেবার এই অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও আমরা স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি ন্যায্য অধিকার থেকে। তাই এই বৈষম্য দূর করতে এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি:১. নিয়োগবিধি সংশোধন ২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ ৩. ১৪তম গ্রেড প্রদান ৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ ৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।