সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুর সীমান্তে দিয়ে আরও ১৯ জনকে পুশইন করল বিএসএফ

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ণ
জৈন্তাপুর সীমান্তে দিয়ে আরও ১৯ জনকে পুশইন করল বিএসএফ

Oplus_131072

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

 

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪শে জুন) আনুমানিক ভোর ৫ টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৪ ব্যাটালিয়ন কর্তৃক জৈন্তাপুর সীমান্তর কেন্দ্রী গ্রাম দিয়ে ১৯ জন নারী পুরুষ ও শিশু কে পুশইন করা হয়।

 

সংবাদ পেয়ে মিনাটিলা বিওপির টহল সদস্যরা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং বিভিন্ন সময় অবৈধ ভাবে ভারতে গমন করেন বলে জানায়। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। সকলের বাড়ী কুড়িগ্রাম বলে নিশ্চিত করে বিজিবি।

 

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ১৯ জন নাগরিককে আটক করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন