
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং ও উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুল ইসলামের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের ঘটনা তুলে ধরে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেটের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ১৩টি পয়েন্টের ডিলারশীপ আবেদনকারীরা।
রোববার (২২ জুন) দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ দায়ের করেন ডিলারশীপের আবেদনকারীরা।
দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয় গত বৃহস্পতিবার (১৯ জুন) খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার ১৩টি পয়েন্টের ডিলারশীপ নিয়োগ লটারির মাধ্যমে চুড়ান্ত করেছে উপজেলা প্রশাসন। এই ডিলারশীপ নিয়োগ পক্রিয়াতে উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াৎ ও উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ আনা হয়। যার ফলে এ নিয়োগ নিয়ে পুরো উপজেলায় সমালোচনার ঝড় উঠেছে। এর আগে সকল আবেদনকারী যোগ্য হয়েছেন, পাশাপাশি সকল আবেদনকারীর উপস্থিতিতে ডিলার নিয়োগ চুড়ান্ত হবে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়।
বিশেষ করে যে পক্রিয়ায় নিয়োগ চুড়ান্ত করার কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করেছেন ডিলারশীপের আবেদনকারীরা। তারা জানান সকল আবেদনকারীরকে না জানিয়ে বিগত সরকারের নিশি রাতের ভোট ডাকাতিকে অনুসরণ করে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ডিলার নিয়োগ সরকারি পরিপত্রে উল্লেখ আছে একাধিক আবেদনকারী যোগ্য হলে তাদের উপস্থিতিতে লটারি করার কথা থাকলেও বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য কর্মকর্তা আবেদন কারীদেরকে না জানিয়ে, শুধুমাত্র আগে থেকে তাদের মনোনীত করে রাখা ডিলারদের উপস্থিতিতে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য কর্মকর্তার সিন্ডিকেটের মাধ্যমে বড় অংকের টাকার বিনিময়ে রফাদফার মাধ্যমে ডিলারদের মনোনীত করা হয়। এ ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির চিত্র ফুটে উঠেছে বলে উল্লেখ করা হয়। এ মনগড়া কাল্পনিক ডিলার নিয়োগ বাতিল করে সকল আবেদনকারীর উপস্থিতিতে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান।
এসময় ডিলার আবেদনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন শিবের বাজারের ডিলার আবেদনকারী দুলাল রেজা, সাহেবের বাজার ডিলারের আবেদনকারী সালাউদ্দিন ইমরান, আব্দুল কুদ্দুস, মো. মুজিবুর রহমান, সাংবাদিক মো. মতিউর রহমান, হাটখোলা ইউনিয়নের সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আল ইমরান, মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর জুনেদ আহমদ, সাবেক মেম্বার মইন উদ্দিন, সামস উদ্দিন, জইন উদ্দিন, জাহাঙ্গীর আলম, শাহজাহান আহমদ, জইন উদ্দিন, মোহাম্মদ জামাল আহমদ প্রমুখ।