
মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি ::হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রী সুমাইয়া (১০) হত্যা মামলার প্রধান আসামি আশিক মিয়া (৪১) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (২২ জুন)র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল শনিবার রাত ১০ টায় হবিগঞ্জ জেলার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের লস্করপুর গ্রামে অভিযান চালিয়ে (মাধবপুর খানার মামলা নং-১৬, তারিখ-১৮/০৬/২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০) স্কুল ছাত্রী সুমাইয়া (১০) হত্যা মামলার ০১ নং এজাহারনামীয় পলাতক আসামী আশিক মিয়া কে গ্রেফতার করেন। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মোঃ আবু মিয়া’র পুত্র। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Channel Jainta News 24 

























