সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ 

admin
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ণ
সিলেট সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ 

সদর, প্রতিনিধি  ::

সিলেট সদর উপজেলায় গত বৃহস্পতিবার (১৯ জুন) খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার ১৩টি পয়েন্টের ডিলারশীপ নিয়োগ লটারির মাধ্যমে চুড়ান্ত করেছে উপজেলা প্রশাসন। তবে এ ডিলারশীপ নিয়োগ পক্রিয়াতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এ নিয়োগ নিয়ে পুরো উপজেলায় আলোচনা- সমালোচনার ঝড় বইছে। এর আগে সকল আবেদনকারী যোগ্য হয়েছেন, পাশাপাশি সকল আবেদনকারীর উপস্থিতিতে ডিলার নিয়োগ চুড়ান্ত হবে বলে উপজেলা পরিষদ থেকে জানানো হয়।

 

বিশেষ করে যে পক্রিয়ায় নিয়োগ চুড়ান্ত করার কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করেছেন ডিলারশীপের আবেদনকারীরা। তারা জানান কোনো আবেদনকারীরকে না জানিয়ে বিগত সরকারের নিশি রাতের ভোট ডাকাতিকে অনুসরণ করে ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়েছে। যেখানে লটারির কথা উল্লেখ করা হলেও তা কোনো আবেদনকারী জানেন না। শুধুমাত্র নিয়োগ মনোনীত আবেদনকারীরা উপস্থিত ছিলেন বলে বিশ্বস্ত সূত্র জানায়।

 

খোঁজ নিয়ে জানা যায়, লটাররির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার বিষয়টি কোনো আবেদনকারীকে আগে জানানো হয়নি। শুধুমাত্র নিয়োগ মনোনীত ব্যক্তিরা আগে থেকে উপস্থিত ছিলেন। ঐ দিন রাতে সিলেট সদর উপজেলা Uno ফেইসবুক আইডি থেকে নিয়োগ সম্পন্ন হয়েছে মর্মে একটি পোস্ট করা হয়। ফেইসবুকে পোস্ট করার পর বিষয়টি নিয়ে পুরো উপজেলার আবেদনকারীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ক্ষোভের বিষয়টি ফেইসবুক পোস্টের কমেন্টে উঠে এসেছে।

 

সিলেট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আল ইমরান ক্ষোভ জানিয়ে বলেন, লটারির বিষয়টি আমাদেরকে গোপন রাখা হয়েছে। আগে থেকে তাদের পছন্দের ডিলার মনোনীত করে রাখা হয়েছে, এবং মনোনীত ব্যক্তিরা শুধুমাত্র উপজেলায় উপস্থিত ছিলেন। ২৪ শে’র আন্দোলন আমরা এ জন্য করিনি। অবিলম্বে ডিলার নিয়োগ বাতিল করতে হবে। আমি সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

 

 

শিবের বাজারের ডিলার আবেদনকারী রেজা রুবেল জানান, ডিলার নিয়োগের লটারির বিষয়ে আমাদের কাউকে জানানো হয়নি। হঠাৎ ফেইসবুকে নিয়োগ সম্পন্নের বিষয়টি দেখে আমি হতবাক হয়েছি। এ নিয়ম ডিলার নিয়োগ বাতিলের দাবী জানাই। অন্যতায় আমরা নিয়ম মোতাবেক আন্দোলন করবো।

 

 

সাহেবের বাজার ডিলারের আবেদনকারী সালাউদ্দিন ইমরান জানান, উপজেলা প্রশাসন আইনের কোনো তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধভাবে অসৎ উদ্দেশ্যে গোপনে নিয়োগ চুড়ান্ত করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি একজন আবেদনকারী ছিলাম, আমি কিছুদিন ইউএনও মহোদয়ের সাথে বিষয়টি নিয়ে দেখা করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন, সাহেবের বাজারের সকল আবেদনকারীকে আমরা যোগ্য ঘোষণা করেছি, তাই এটা সকল আবেদনকারীর উপস্থিতিতে লটারি করা হবে। এখন দেখতেছি শাক দিয়ে মাছ ডাকার মত হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

 

 

সিলেট সদর উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, নিয়োগটি উপস্থিত সকলের সামনে সম্পন্ন করা হয়েছে। মনোনীত ব্যক্তি ব্যথিত অন্য কোনো আবেদনকারী উপস্থিত ছিলেন কি না জানতে চাইলে এবিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

 

এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে একাধিক বার মোবাইল ফোনটি ব্যস্ত পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন