
আব্দুল মুক্তাদীর::
বিশ্বনাথে আদালতের ১৪৪ ধারা আইন ভঙ্গ করে ভূমি দখল ও গৃহ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২০ জুন বিশ্বনাথ থানার সিঙ্গেরকাছ ইউনিয়নের সিংরাওয়ালী গ্রামের ভুক্তভোগী শানুর আলীর বাড়ীতে। জানা যায়, একই গ্রামের প্রভাবশালী টুনু মিয়া গং শানুর আলীর পৈতৃক ভূমি দখল করে ঘর নির্মাণের প্রস্তুতি নেয়। তখন ভুক্তভোগী শানুর আলী আদালতে শরণাপন্ন হলে আদালত গত ৮ এপ্রিল তারিখে ১৪৪ ধারা জারী করে। এবং উভয়পক্ষকে ভূমির কাগজপত্র আদালতে হাজির করার নির্দেশ দেয়। তবে এ ব্যাপারে আমাদের প্রতিবেদক সরেজমিন প্রতিবেদন তৈরি করতে গেলে ভুক্তভোগী শানুর আলী জানান, উক্ত ভূমি আমাদের পৈতৃক বা মৌরশী। শানুর আলী এসএ ফর্সা মূলে মালিক বলে জানান। এবং ভূমিখেঁকো টুনু মিয়া জানান, উক্ত ৪৬ শতক ভূমি আমাদের ক্রয়কৃত। কিন্তু টুনু মিয়া রহস্যজনক কারণে বিএস ফর্সা ছাড়া এসএ ফর্সা ও দলিল দেখাতে পারেননি। এ ব্যাপারে বিশ্বনাথ থানার তদন্তকারী অফিসার শরিফুল ইসলাম জানান, প্রায় ৩ মাস পূর্বে মামলা হয়েছে কিন্তু ভূমিখেঁকো টুনু মিয়া গং তাদের ক্রয়কৃত জমির দলিল বা এসএ ফর্সা দেখাতে পারেননি। এদিকে আদালতের ১৪৪ ধারা অমান্য করে পুনরায় গত ২০ জুন উক্ত ভূমির উপর পাকাঁ ঘর নির্মাণের কাজ শুরু করলে সাথে সাথে ভুক্তভোগী শানুর আলী বিশ্বনাথ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তবে এ ব্যাপারে আমাদের প্রতিবেদক বিশ্বনাথ থানার ওসি’র সাথে আলাপ করলে ওসি জানান, আমার হাতে এখনো অভিযোগটি আসেনি। অভিযোগটি আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। এমতাবস্থার প্রেক্ষিতে ভুক্তভোগী শানুর আলী ভূমিখেঁকোদের অত্যাচারে এখন বাড়ী ছাড়া।