
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন।
গত ১৭ জুন পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা অনুষ্ঠিত সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান গত মে মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ওসি আদনানকে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
জানা যায়, জেলা পুলিশের কার্যক্রম গতিশীল, গণমুখী রাখা, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, বিভিন্ন উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকার জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
এ প্রসঙ্গে ওসি আদনান বলেন, ‘এ পুরস্কার আমাকে কাজে আরও রেসপন্সিবল করবে। অনুপ্রেরণা জোগাবে।’
তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।