সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ণ
সিলেটে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক নিউজ: বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে আড়াই কোটি টাকার অধিক চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ ও ১২ সেপ্টেম্বর সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর ও সোনারহাট বিওপি এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫৫৫২ পিস ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, ১৫ টি ভারতীয় গরু, ৬০০০ কেজি বাংলাদেশি সুপারি, ৬০০০ কেজি বাংলাদেশি রসুন, ৪০০০ কেজি বাংলাদেশি শিং মাছ, বাংলাদেশি একটি ৩ টন ট্রাক, ২ টি ডিআই পিকআপ, ৪ টি মাহিন্দ্র পিকআপ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজারমূল্য ২,৬৮,১৫,৬০০/= (দুই কোটি আটষট্টি লক্ষ পনেরো হাজার ছয়শত টাকা)। চোরাকারবারিরা বিজিবি টহল দলের টের পেয়ে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

সংবাদটি শেয়ার করুন