সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অসমে ব্রিজ ভেঙে নদীতে ট্রাক! সড়কপথে দুই রাজ্য থেকে বিচ্ছিন্ন বরাক উপত্যকা

ডেস্ক নিউজ
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
অসমে ব্রিজ ভেঙে নদীতে ট্রাক! সড়কপথে দুই রাজ্য থেকে বিচ্ছিন্ন বরাক উপত্যকা

অনলাইন ডেস্ক :: অসমের শিলচরে (Assam Silchar) ভেঙে পড়ল হারাং নদীর ওপরের সেতু (Harang Bridge)। মঙ্গলবার গভীর রাতে শিলচর-কালাইন সড়কের ভাঙারপুর এলাকায় আচমকাই ধসে পড়ে এই ব্রিজ। দুর্ঘটনার সময়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল দুটি ভারী ট্রাক। ঘটনার মুহূর্তে সেগুলিও নদীতে পড়ে যায়। তবে স্বস্তির বিষয়, দুই ট্রাক চালক এবং সহকারীরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

এই ব্রিজ দুর্ঘটনার ফলে বরাক উপত্যকা (Barak Valley) সহ উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্য — ত্রিপুরা, (Tripura) মিজোরাম (Mizoram) ও দক্ষিণ অসমের একাংশ — বাকি দেশের সঙ্গে কার্যত সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ, ৬ নম্বর জাতীয় সড়কের গামান ব্রিজ ইতিমধ্যেই মাসখানেক ধরে মেরামতির কারণে বন্ধ রয়েছে। সেই কারণে বিকল্প পথ হিসেবে ব্যবহার করা হচ্ছিল এই হারাং ব্রিজকেই। ফলে এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

সেতু ভেঙে পড়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার। প্রশাসন জানিয়েছে, আপাতত বিকল্প একটি ছোট রাস্তা চিহ্নিত করা হয়েছে, যেখানে হালকা গাড়ি চলাচল সম্ভব। দৈনন্দিন স্কুল, কলেজ, অফিস যাতায়াত যাতে সম্পূর্ণ বন্ধ না হয়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এই ঘটনার পরে প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণের গুণমান নিয়েই। স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগেই ব্রিজটির মেরামতি শেষ হয়েছিল। তা সত্ত্বেও কী ভাবে এত বড় বিপর্যয় ঘটল, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে। অসম সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। তাঁর অভিযোগ, পর্যাপ্ত নজরদারির অভাবেই এই বিপর্যয়। পাশাপাশি তিনি এও দাবি করেছেন, ট্রাকগুলি কোনও বেআইনি বস্তু নিয়ে যাচ্ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা দরকার।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!