ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে প্রবাসীদের সম্মানে চিকনাগুল প্রবাসী গ্রুপের তিন’ প্রবাসী’কে সম্মাননা স্মারক প্রদান

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৫:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ১৩ পড়া হয়েছে
২১

সুয়েব রানা স্টাফ রিপোটার :: জৈন্তাপুরে চিকনাগুল প্রবাসী গ্রুপের এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী তিনজন সদস্যকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

 

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় জৈন্তিয়া গেইটস্থ ঘাটেরচটি ঠাকুরের মাটি যুবসমাজের কার্যালয়ে চিকনাগুল প্রবাসী গ্রুপের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে সম্মাননা লাভ করেন—সৌদি আরবপ্রবাসী ও গ্রুপের কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলাল আহমদ, দুবাইপ্রবাসী ও সহ-সভাপতি মুন্সী অলিউর রহমান এবং ওমানপ্রবাসী ও কমিটির সদস্য জুবেল আহমদ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হেলাল আহমদ বলেন, “প্রবাসে থেকেও এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ আমার জীবনের বড় গর্ব। এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি দেশের বাইরে থাকা প্রতিটি প্রবাসীর জন্য প্রেরণা।”

 

মুন্সী অলিউর রহমান তার বক্তব্যে বলেন, “চিকনাগুল প্রবাসী গ্রুপের মাধ্যমে আমরা দেশের মাটিতে মানুষের কল্যাণে কাজ করতে পারছি—এটাই আমাদের বড় সাফল্য। এই স্বীকৃতি আগামী দিনগুলোতে আরও বেশি দায়বদ্ধ করে তুলবে।”

 

অনুষ্ঠানে অতিথি সমাজসেবী হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ বলেন, “প্রবাসীরা আমাদের সমাজের এক মূল্যবান অংশ। তাঁদের অর্থনৈতিক ও সামাজিক অবদান অনস্বীকার্য। এমন সম্মাননা তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের এক ছোট্ট প্রয়াস মাত্র। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশে অবস্থানরত সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সমাজসেবী ব্যক্তিবর্গ। সকলে প্রবাসীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সম্মাননা প্রদানকারীদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসিয়ে দেন।

 

অনুষ্ঠান শেষে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ আয়োজন প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিকতা প্রকাশের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সাবেক ইউপি সদস্য হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ, আফতাব আলী, বাদশাহ মিয়া, আব্দুর রশিদ, প্রবাসী জাহাঙ্গীর আলম, সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পন্য আটক

Follow for More!

জৈন্তাপুরে প্রবাসীদের সম্মানে চিকনাগুল প্রবাসী গ্রুপের তিন’ প্রবাসী’কে সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত: ০৫:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
২১

সুয়েব রানা স্টাফ রিপোটার :: জৈন্তাপুরে চিকনাগুল প্রবাসী গ্রুপের এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী তিনজন সদস্যকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

 

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় জৈন্তিয়া গেইটস্থ ঘাটেরচটি ঠাকুরের মাটি যুবসমাজের কার্যালয়ে চিকনাগুল প্রবাসী গ্রুপের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে সম্মাননা লাভ করেন—সৌদি আরবপ্রবাসী ও গ্রুপের কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলাল আহমদ, দুবাইপ্রবাসী ও সহ-সভাপতি মুন্সী অলিউর রহমান এবং ওমানপ্রবাসী ও কমিটির সদস্য জুবেল আহমদ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হেলাল আহমদ বলেন, “প্রবাসে থেকেও এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ আমার জীবনের বড় গর্ব। এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি দেশের বাইরে থাকা প্রতিটি প্রবাসীর জন্য প্রেরণা।”

 

মুন্সী অলিউর রহমান তার বক্তব্যে বলেন, “চিকনাগুল প্রবাসী গ্রুপের মাধ্যমে আমরা দেশের মাটিতে মানুষের কল্যাণে কাজ করতে পারছি—এটাই আমাদের বড় সাফল্য। এই স্বীকৃতি আগামী দিনগুলোতে আরও বেশি দায়বদ্ধ করে তুলবে।”

 

অনুষ্ঠানে অতিথি সমাজসেবী হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ বলেন, “প্রবাসীরা আমাদের সমাজের এক মূল্যবান অংশ। তাঁদের অর্থনৈতিক ও সামাজিক অবদান অনস্বীকার্য। এমন সম্মাননা তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের এক ছোট্ট প্রয়াস মাত্র। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশে অবস্থানরত সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সমাজসেবী ব্যক্তিবর্গ। সকলে প্রবাসীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সম্মাননা প্রদানকারীদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসিয়ে দেন।

 

অনুষ্ঠান শেষে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ আয়োজন প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিকতা প্রকাশের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সাবেক ইউপি সদস্য হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ, আফতাব আলী, বাদশাহ মিয়া, আব্দুর রশিদ, প্রবাসী জাহাঙ্গীর আলম, সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।