সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি থানায় জিডি

ডেস্ক নিউজ
প্রকাশিত জুন ১৭, ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি থানায় জিডি

সুনামগঞ্জ প্রতিনিধি :শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের খবরের শান্তিগঞ্জ প্রতিনিধি এবং জনপ্রিয় সাহিত্যপত্র অক্ষর-এর সম্পাদক আবদুর রহমান জামী হত্যার হুমকির শিকার হয়েছেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় সাংবাদিক মহলে।

 

জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামের ছদরুল মিয়া (৪০), পিতা আবদুল মান্নান, সাংবাদিক আবদুর রহমান জামীকে ছুরিকাঘাতের হুমকি দেন এবং হামলার চেষ্টা করেন। এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৫৫০) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।প

 

জামীর ভাষ্য অনুযায়ী, গত ১৫ জুন রোববার বিকাল ৪টায়, ছদরুল মিয়া তার মোবাইলে কল দিয়ে জানতে চান, তিনি কোথায় আছেন। পরে ছয়হারা মৌগাঁও পয়েন্টে এসে জরুরি কথা বলার কথা বলে পাঠানবাড়ী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানেই জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে ছদরুল মিয়া হঠাৎ ছুরি বের করে হামলার চেষ্টা চালান। প্রাণভয়ে জামী পালিয়ে গিয়ে রক্ষা পান। আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

 

জামী বলেন, “এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আমরা আজ শঙ্কিত।”

 

ঘটনার পরদিন, সোমবার (১৬ জুন) বিকেলে শান্তিগঞ্জ থানার এসআই মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন