
সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অর্ন্তবর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভের ঘটনায় ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে জাফলং বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। দেলোয়ার হোসেন দুলু জাফলং কালিনগর গ্রামের হাফিজ উদ্দিন এর ছেলে মামলার এজাহারভুক্ত ৮ নং আসামী এবং পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিকদলের সহ সভাপতি। অপর দুইজন মোহাম্মদপুরের আব্দুল মান্নানের ছেলে শাহাজান ও ছৈলাখেল অষ্টম খন্ডের শামসুল আলমের ছেলে ফারুক আহমদ।
এর আগে গত শনিবার সিলেটের জাফলং ইসি এলাকা পরিদর্শনের সময় জলবায়ু, বন ও পরিবেশ এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর গাড়ি বহর আটকে বিক্ষোভ করে। সাধারণ শ্রমিকদের পক্ষে এই বিক্ষোভের কথা বলা হলেও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সেখানে নেতৃত্ব দিতে দেখা যায়। এই ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়।
রোববার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। রবিবার রাতে গোয়াইনঘাট থানায় ১৫০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এই মামলায় সোমবার ভোর রাতে ৩ জনকে আটক করেছে পুলিশ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।