সিলেট ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

দুই উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভের ঘটনায়, যুবদল নেতা বহিষ্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ০৬:১৭ অপরাহ্ণ
দুই উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভের ঘটনায়, যুবদল নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক ::

সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জাহিদকে বহিষ্কারের তথ্য জানানো হয়। রবিবার (১৫ জুন) সকালে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম।

 

মোমিনুল ইসলাম বলেন, “উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভে অংশ নেওয়ায় জাহিদকে বহিষ্কার করা হয়েছে।”

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জাহিদের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।”

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বহিষ্কৃত জাহিদের কোনো ধরনের অপকর্মের দায়ভার সংগঠন নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

 

দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বালু-পাথর ব্যবসায়ী-শ্রমিকদের বিক্ষোভে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের স্থানীয় কয়েকজন নেতাকে নেতৃত্ব দিতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন