
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেট গোয়াইনঘাট উপজেলার যোগাযোগের প্রধান সড়ক গোয়াইনঘাট- তোয়াকুল-সালুটিকর রাস্তার নির্মান কাজ সুরুর দীর্ঘদিন থেকে অসম্পূর্ণ অবস্থায় ফেলে রেখে সৃষ্ট দুর্ভোগে অতিষ্ঠ গোয়াইনঘাটবাসী। অতি দ্রুত মানসম্মত উপকরণ ও নির্মান সামগ্রী দিয়ে রাস্তা কাজ সম্পন্ন করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন, প্রতিবাদ সভার ও এক গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে।
শনিবার (১৪ই- জুন) বিকেল ৪টায় এলাকার সচেতন নাগরিক মহলেও উপজেলার সকল সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলার সালুটিকর বাজারঅস্থ আম্বরখানা ভোলাগঞ্জ মহাসড়কে, গোয়াইনঘাট পেশাজীবী পরিষদের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক লুৎফুর রহমান ও মাষ্টার শামসুজ্জামানের পরিচালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৭ কোটি টাকা ব্যয়ে মেরামতাধীন সালুটিকর-তোয়াকুল -বঙ্গবীর-গোয়াইনঘাট রোডের কাজ শুরুর প্রায় কয়েক বছর হয়ে গেছে। কিন্তু সন্তোষ্টজনক কোনো অগ্রগতি নেই। জন সাধারণের জিজ্ঞেসা যে, সালুটিকর থেকে বঙ্গবীর ২০ কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাই করতে কত বছর লাগে? প্রায় মাসে কাজ বন্ধ থাকে। এদিকে, কাজের মান খুবই নিম্ন মানের। ৫০ বছর মেয়াদী মান সম্পন্ন টেকসই কাজ হওয়ার কথা। অথচ, কাজের ঢালাই এখনই উঠে যাচ্ছে। একটি বারের জন্যেও প্রকল্প পরিচালক কাজ পরিদর্শনে এখানে আসেন নি। এদিকে, খানা খন্দে ভরা রয়েছে সড়ক যারফলে ভোগান্তি ও ঝুঁকি নিয়ে স্কুল কলেজ মাদরাসা ছাত্র/ছাত্রী গাড়ি চালক ও যাত্রী সাধারণকে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন থেকে চলছে এই অবর্ণনীয় দূর্ভোগ। মানুষের ধৈর্যের সীমা ভেঙে গেছে। এদিকে রাস্তা ভাংগার অজুহাতে গোয়াইনঘাটের প্রত্যেকটি রাস্তায় যাত্রী ভাড়া কোথায় দ্বিগুণ কোথাও তিনগুণ হারে আদায় করছে গাড়িচালকরা।
বক্তারা প্রকল্প পরিচালক, এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলীর অপসারণ এবং দিলওয়ার নামে বরিশালের ঠিকাদার এবং সাব ঠিকাদার ফয়সলকে আইনের আওতায় আনার দাবী জানান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট-৪ সম্ভাব্য এম পি পদপ্রার্থী আব্দুল হাকিম চৌধুরী, বিশিষ্ট আইনজীবী জমিয়ত ইসলাম, সিলেট-৪ এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী,গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সেক্রেটারি আনোয়ার হোসাইন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মাষ্টার বুরহান, পশ্চিম জাফলং ইউ/পি সাবেক চেয়ারম্যান এম এ রহিম, তোয়াকুল মাদরাসার মাওলানা নজরুল ইসলাম দেওবন্দী, শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুল আমিন হেলালী, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, সালুটিকর জাগ্রত জনতা সংগঠনের সভাপতি মাওলানা রফীক আহমদ মহল্লী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন আহমদ, সাংবাদিক মতিউর রহমান (দুলাল), নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংবাদিক ইসলাম আলী, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মালেক আহমদ,আজির উদ্দিন মেম্বার, বি এন পি নেতা মোহাম্মদ আলী, অ্যাডভোকের মোবারক হোসেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের মুনাইম, ছাত্রনেতা ফখরুল ইসলাম, রিয়াজ উদ্দিন বাবুল, মাওলানা সাইদুর রহমান, জামায়াত নেতা ইদ্রিস আলী, সালুটিকর বাজারের ব্যবসায়ী সালুটিকর বাজার জামায়াত ইউনিটের সভাপতি আনা মিয়া, জামায়াত নেতা হাজী আব্দুল মুহিত মাসুদ, বেলাল উদ্দিন, জসিম উদ্দিন, মাষ্টার আব্দুর রউফ, ব্যবসায়ী শওকত আলী, ফখরুল ইসলাম, আমিনুল হক, রুবেল আহমদ,নুরুল আলম, মাসুক আহমদ, মোশাহিদ আলী, মন্জুর আহমদ, বদরুল ইসলাম, মিনহাজ হোসেন, জাহেদ ইকবাল, তানিম, শামসুজ্জামান দীপন, শাহরিয়ার রাহমান ইমন, শফিউল আলম অপু, সুমন, জাকারিয়া আহমদ, মতিউর রহমান, মাষ্টার ফয়সল আহমদ, আহসান কবির, উস্তার আলী, ছালিক আহমদ, মাষ্টার ফয়েজ উদ্দিন, রাসেল আহমদ, শরীফ উদ্দিন, ইমাম উদ্দিন, মনসুর আহমদ, আমিনুর রশীদ, আব্দুল ওয়াদুদ, রায়হান আহমদ, কয়েছ আহমদ, ওলিউর রহমান, ইসমাইল আলী,জামাল আহমদ, আব্দুল গনি, কুতুব উদ্দিন,শ্রমিক নেতা আনছার আলী,আব্দুল গনি মঙ্গল প্রমুখ।