সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দলীয় শৃংখলা ভঙ্গের কারণে ওসমানীনগরে যুবদল নেতা আহবাব বহিষ্কার

admin
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ণ
দলীয় শৃংখলা ভঙ্গের কারণে ওসমানীনগরে যুবদল নেতা আহবাব বহিষ্কার

ওসমানীনগর প্রতিনিধি::

দলীয় শৃংখলা ভঙ্গ এবং দস্যুতার অভিযোগে সিলেট জেলা যুবদলের সদস্য ও ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃংখলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

সংবাদটি শেয়ার করুন