ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের একান্ত বৈঠক, সন্তুষ্ট উভয় পক্ষ

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৯:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১০ পড়া হয়েছে
২০

অনলাইন ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একান্ত বৈঠক করেছেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় আজ শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা থেকে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকের শুরুতে উভয় পক্ষের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠানিক আলোচনা হয়। এরপরই ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ওয়ান টু ওয়ান বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়া হয়। এ ছাড়া উভয় পক্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে যৌথ সংবাদ সম্মেলন করা হয়। বৈঠকের বিষয়ে উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পক্ষে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ‘হত্যাজজ্ঞের’ বিচার নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে এটা নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে। সংস্কার ও বিচার দুটি বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এ অগ্রগতি নির্বাচনের আগেই দেখতে পারবেন।

এনসিপি নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে জানিয়েছে, এই বিষয়ে কোনে আালোচনা হয়েছে কিনা—এমন প্রশ্নে বিএনপিনেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই ব্যাপারে এখানে আলোচনা সুযোগ আছে বলে মনে করি না।

সব দলের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, আমরা সেই রকমই চাচ্ছি। কোনো দল নির্বাচন যাবে কি যাবে না, এটা উনাদের জিজ্ঞাসা করেন। আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন চাচ্ছি।

এপ্রিলে ঘোষিত নির্বাচনের রোডম্যাপেই হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, সংস্কার কাজ যদি দ্রুত শেষ হয়, তাহলে নির্বাচনের সময়টা রিস্টোর করা যেতে পারে।

আমীর খসরু আরও বলেন, প্রথমে আমাদের প্রতিনিধিদের সামনের আলোচনা হয়েছে। পরে দীর্ঘ সময় দুজনের (ড. ইউনূস ও তারেক রহমান) মধ্যে আলোচনা হয়েছে।

বৈঠক নিয়ে আপনার সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উভয়পক্ষ বলেছে, অবশ্যই সন্তুষ্ট।

আমীর খসরু বলেন, আমরা অবশ্যই সন্তুষ্ট। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমরা দেশ গঠনে আমরা একসঙ্গে কাজ করব।

খলিলুর রহমান বলেন, আমরা সন্তুষ্ট। আর সন্তুষ্ট না হলে তো একসঙ্গে যৌথ ঘোষণা আসতাম না।

জাতীয় সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নে আমীর খসরু বলেন, না। এটা এখানে আলোচনা করার বিষয় না। এটা তো নির্বাচনের পর আলোচনা হবে।

নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে সমস্যা কোথায়, এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, আমরা কোনো সমস্যা দেখছি না। নির্বাচন সম্পর্কে আজকে আমরা যৌথ বিবৃতিতে বলে দিয়েছি।

বৈঠকে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেন জানান আমীর খসরু।

এদিকে, বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো যৌথ বিবৃতিতে বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

Follow for More!

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের একান্ত বৈঠক, সন্তুষ্ট উভয় পক্ষ

প্রকাশিত: ০৯:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
২০

অনলাইন ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একান্ত বৈঠক করেছেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় আজ শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা থেকে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকের শুরুতে উভয় পক্ষের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠানিক আলোচনা হয়। এরপরই ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ওয়ান টু ওয়ান বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়া হয়। এ ছাড়া উভয় পক্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে যৌথ সংবাদ সম্মেলন করা হয়। বৈঠকের বিষয়ে উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পক্ষে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ‘হত্যাজজ্ঞের’ বিচার নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে এটা নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে। সংস্কার ও বিচার দুটি বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এ অগ্রগতি নির্বাচনের আগেই দেখতে পারবেন।

এনসিপি নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে জানিয়েছে, এই বিষয়ে কোনে আালোচনা হয়েছে কিনা—এমন প্রশ্নে বিএনপিনেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই ব্যাপারে এখানে আলোচনা সুযোগ আছে বলে মনে করি না।

সব দলের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, আমরা সেই রকমই চাচ্ছি। কোনো দল নির্বাচন যাবে কি যাবে না, এটা উনাদের জিজ্ঞাসা করেন। আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন চাচ্ছি।

এপ্রিলে ঘোষিত নির্বাচনের রোডম্যাপেই হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, সংস্কার কাজ যদি দ্রুত শেষ হয়, তাহলে নির্বাচনের সময়টা রিস্টোর করা যেতে পারে।

আমীর খসরু আরও বলেন, প্রথমে আমাদের প্রতিনিধিদের সামনের আলোচনা হয়েছে। পরে দীর্ঘ সময় দুজনের (ড. ইউনূস ও তারেক রহমান) মধ্যে আলোচনা হয়েছে।

বৈঠক নিয়ে আপনার সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উভয়পক্ষ বলেছে, অবশ্যই সন্তুষ্ট।

আমীর খসরু বলেন, আমরা অবশ্যই সন্তুষ্ট। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমরা দেশ গঠনে আমরা একসঙ্গে কাজ করব।

খলিলুর রহমান বলেন, আমরা সন্তুষ্ট। আর সন্তুষ্ট না হলে তো একসঙ্গে যৌথ ঘোষণা আসতাম না।

জাতীয় সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নে আমীর খসরু বলেন, না। এটা এখানে আলোচনা করার বিষয় না। এটা তো নির্বাচনের পর আলোচনা হবে।

নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে সমস্যা কোথায়, এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, আমরা কোনো সমস্যা দেখছি না। নির্বাচন সম্পর্কে আজকে আমরা যৌথ বিবৃতিতে বলে দিয়েছি।

বৈঠকে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেন জানান আমীর খসরু।

এদিকে, বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো যৌথ বিবৃতিতে বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।