
মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়ায় এল এস বাইকার’স এর উদ্যোগে আয়োজিত ঈদ মিটআপ ২৫ সম্পন্ন হয়েছে।
সোমবার (০৯এপ্রিল) সকাল ১১ টার সময়ে লোহাগাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত লোহার দিঘির পাড় আল মদিনা ক্লাব মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
দক্ষিণ সাতকানিয়া গোলামবারি মডেল উচ্চ বিদ্যালয়’র সহকারী শিক্ষক মিজানুর রহমান নয়ন এর সঞ্চানলায় আয়োজিত অনুষ্টানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্চ আরিফুর রহমান৷ অনুষ্টানের ১ম পর্ব কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়৷
আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের জন্যে,টিশার্ট,দুপুরে খাবার, রাইফেল ড্র সহ শেষে বাইক স্ট্যান্ড এর আয়োজন করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান বলেন, বাইক চলা খুব সতর্কতার একটা বিষয়৷ বাইক চলার সময়ে আমাদের অবশ্যই হেলমেট পরিধান করতে হবে৷ আমাদের সকলকে এটাও নজরে রাখতে হবে কেউ যেন আমরা চুরাকিত কোন বাইকের সাথে সম্পৃক্ততা না রাখি৷
লোহাগাড়ায় বিভিন্ন জায়গা হতে বাইক চুরির বিষয়ের উপর সবাইকে নজরে রাখতে হবে। পরিশেষে তিনি এল এস বাইকার এর সকল গ্রুপ মেম্বার থেকে শুরু করে সকল সদস্যদের প্রতি আন্তরিক শুভকামনা জানায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এস এস বাইকার’স এর প্রধান উদ্যোক্তা মোহাম্মদ আব্দুর রহিম, ফাহাদ চৌধুরী, মোহাম্মদ বেলাল,মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ মিজানুর রহমান, এস এম চিশতি, মোঃ ওমর,মোঃ আহাদ, মোঃ হোসাইন, সানসহ এল এস বাইকারস এর সকল সদস্যবৃন্দ।