ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে সড়ক দখল করে দোকান বসানোয় ১০ দোকান মালিককে জরিমানা

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৩:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৯ পড়া হয়েছে
১৬

মাধবপুর প্রতিনিধি::

হবিগঞ্জের মাধবপুরে বাজারের প্রধান সড়কের পাশে অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তা দখলের অভিযোগে ১০ জন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার ব্যস্ততম এলাকা ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ূন কবির।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দোকান মালিকরা দীর্ঘদিন ধরে বাজার এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। এতে সৃষ্ট যানজটের কারণে ভোগান্তিতে পড়ছিলেন সাধারণ পথচারী ও যাত্রীরা। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে ১০ জন দোকান মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়।

 

অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “সড়ক ও জনপথের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। জনভোগান্তি ও যানজট কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

স্থানীয়রা জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা গেলে বাজারের শৃঙ্খলা ফিরবে এবং যানজট অনেকটাই কমে যাবে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

মাধবপুরে সড়ক দখল করে দোকান বসানোয় ১০ দোকান মালিককে জরিমানা

প্রকাশিত: ০৩:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
১৬

মাধবপুর প্রতিনিধি::

হবিগঞ্জের মাধবপুরে বাজারের প্রধান সড়কের পাশে অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তা দখলের অভিযোগে ১০ জন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার ব্যস্ততম এলাকা ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ূন কবির।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দোকান মালিকরা দীর্ঘদিন ধরে বাজার এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। এতে সৃষ্ট যানজটের কারণে ভোগান্তিতে পড়ছিলেন সাধারণ পথচারী ও যাত্রীরা। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে ১০ জন দোকান মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়।

 

অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “সড়ক ও জনপথের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। জনভোগান্তি ও যানজট কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

স্থানীয়রা জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা গেলে বাজারের শৃঙ্খলা ফিরবে এবং যানজট অনেকটাই কমে যাবে।