সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে আগ্রহী মাদ্রাসা শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ণ
দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে আগ্রহী মাদ্রাসা শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় পূজা কমিটি চাইলে মাদ্রাসা ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

 

তিনি বলেন, ধর্মীয় উৎসবে কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের বাধা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে।

 

এ বছর সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সম্ভাব্য সংখ্যা ৩২ হাজার ৬৬৬টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭টি, উত্তর সিটিতে ৮৮টি মণ্ডপ হবে। এসব পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে। মণ্ডপ নির্মাণকালীন থেকে শুরু করে সার্বিক নিরাপদ।

 

তিনি আরও বলেন, অশুভ তৎপরতা রোধে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। দেশের যেকোনো নাগরিক থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। রাতে অন্তত তিনজন, দিনে দুইজন স্বেচ্ছাসেবক থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!