সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাল্লায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত মে ৩০, ২০২৫, ০৭:২৪ অপরাহ্ণ
শাল্লায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

 

হাবিবুর রহমান- হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ

“শিশু থেকে প্রবীণ পুষ্টি খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা হাসপাতালের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত আইচ মজুমদারের সভাপতিত্বে ২৯ বৃহস্পতিবার জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত জামিল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা এ্যাকডেমিক সুপারভাইজার কালিপদ দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল, সদস্য আলী আমজাদ।

 

সভায় আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স স্টাফ শাহেদা আক্তার।

 

 

উক্ত আলোচনা সভায় খাদ্য ও পুষ্টি, খাদ্য উপাদান, সুষম খাবার, সমমান পুষ্টি মানের দামী ও সস্তা খাবার, মাতৃপুষ্টি, কৈশোর কাল,  কৈশোর কালে পুষ্টির গুরুত্ব, কৈশোর কালীন অপুষ্টি প্রতিরোধে করণীয়, গর্ভবতী মায়েদের খাদ্য এবং পুষ্টি, মায়ের স্তনে শিশুর ভূল ও সঠিক সংযোগ, নবজাতকের পুষ্টি, বাড়তি খাবার, ছয় মাসের পরে মায়ের দুধ চালিয়ে যাওয়ার গুরুত্ব, পরিস্কার পরিচ্ছন্নতা সহ পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন।

 

এর পূর্বে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি মনোমুগ্ধকর শোভাযাত্রা বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন