সিলেট ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকের সেই বিতর্কিত পিআইও”র বদলী ভোলার দৌলতখানে

ডেস্ক নিউজ
প্রকাশিত মে ২৯, ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ণ
ছাতকের সেই বিতর্কিত পিআইও”র বদলী ভোলার দৌলতখানে

ছাতক প্রতিনিধি ::

ছাতকের বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম মাহবুব রহমানকে বদলি করা হয়েছে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) ও উপ সচিব তাসনুভা নাশতারান স্বাক্ষরিত এক অফিস আদেশে ছাতকের ওই পিআইও (কে এম মাহবুব রহমান)-কে ভোলা জেলার দৌলতখান উপজেলায় বদলি করা হয়।

 

অফিস আদেশে বলা হয়েছে,২ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে তাকে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

 

ছাতকে টিআর,কাবিখা,কাবিটা ও এডিপির ২২৭ টি প্রকল্প থেকে তিনি ঘুষ নিয়ে আলোচনায় উঠে আসেন। ঘুষের টাকা টাকা নিয়ে দুই পিআইও’র মধ্যে হাতাহাতির ঘটন ও ঘটেছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুবুর রহমান লাপাত্তা ছিলেন বেশ কিছুদিন।

 

 

ছাতকের প্রকল্প কর্মকর্তার কে এম মাহবুব রহমানের বিরুদ্ধে স্থানীয়রা ইউএনও বরাবরে একাধিক অভিযোগ করেছেন। একাধিক অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইউ এন ও মো. তরিকুল ইসলাম।এসব অভিযোগ নিয়ে ইউএনও এবং পিআইও’র মধ্যে বাকবিতন্ডা হয়েছে।এরপর এক সপ্তাহ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন পি আই ও।এদিকে গত সোমবার ছাতক থেকে তার বদলীর আদেশ হয়েছে। সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুল হাসান বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন