সিলেট ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

মাধবপুরে কৃষক ফারুকের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত মে ২৮, ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ণ
মাধবপুরে কৃষক ফারুকের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি শেখ মো শাহিন উদ্দীন:: হবিগঞ্জের মাধবপুরে কৃষক ফারুক মিয়ার হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনার জড়িতদের ফাঁসি এবং পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারে’র দাবিতে বুধবার দুপুরে মনতলা কলেজ রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান বক্তারা। এ সময় নিহত ফারুক মিয়ার ছেলে আতিকুল ইসলাম, তার স্ত্রী মোছা: খুশনেহার বেগম, অধ্যাপক হাশিম মিয়া,অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার, ফরিদ মিয়া মেম্বার, সাবেক লাল মিয়া মেম্বার, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রিপন মিয়া,মো: জামাল মিয়া বক্তব্য দেন।

 

উল্লেখ্য গত ১৩ মে বহরা ইউনিয়নে’র দক্ষিণ আফজলপুর গ্রামের নিজ বাড়ি থেকে পারিবারিক প্রয়োজনে মনতলা স্টেশন বাজার যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ফারুক মিয়া। নিখোঁজ হওয়ার ১০ দিন পর শুক্রবার মনতলা রেলস্টেশনের কাছের একটি ঝোপে প্রায় গলে যাওয়া একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরিবারের লোকজন লাশে পরমের পরনের কাপড় দেখে পরিচয় সনাক্ত করেন।

ফারুক হত্যাকান্ডের রহস্য উদঘাটনের ২৪ ঘন্টার মধ্যে শনিবার পৃথক অভিযানে দুই ঘাতককে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন