
চুনারুঘাট :: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে গাজীপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। (১৭ মে) শনিবার সকাল ১১টায় আসামপাড়া বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন- গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী হিমু, আসামপাড়া বাজার কমিটির সহ-সভাপতি জুয়েল খান, যুবদল নেতা আসাদুজ্জামান শামীম, গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান রিয়াদ, ছাত্রদল নেতা অন্তর, জুনেদ মিয়া, আল-আমিন, আসামপাড়া বাজার ব্যাবসায়ী শাহীন মিয়া, মুতাহের মিয়া, জুনেদ মিয়া, মিশু খান সহ আরো অনেকই।
বক্তরা বলেন,চুনারুঘাট উপজেলা মাঝে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন এখানে স্কুল কলেজ মাদ্রাসা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে গাজীপুর ইউনিয়নের অন্তর্গত উছমানপুর গ্রামে প্রাণ এগ্রো কম্পানি রয়েছে গাজীপুর ইউনিয়ন কয়েকটি চা বাগানের চা ফ্যাক্টুরি রয়েছে আসামপাড়া পল্লী বিদুৎ অভিযোগ কেন্দ্র টি সরানো হলে পলী বিদ্যুৎ প্রায় ১৬ হাজার গ্রাহকেরা সেবা থেকে বঞ্চিত হবে। আসামপাড়া হতে রাজাবাজার হবে প্রায় ১৫ কিলোমিটার দূরে। ১৫ কিলোমিটার দূরে থেকে এসে গাজীপুর ইউনিয়ন গাজীপুর ইউনিয়নের সীমন্ত এলাকা সহ ১৬ হাজার গ্রাহক সেবা দিতে পারবে না পল্লী বিদুৎ। মানববন্ধনে বক্তৃতা পল্লী বিদুৎ এর চেয়ারম্যান সহ এর সকলের একটাই দাবী পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র আসামপাড়া বাজারেই থাকুক। যদি এখান থেকে অন্যত্র স্থানান্তরের চেষ্টা করা তাহলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন।