
বালাগঞ্জ:
সিলেটের বালাগঞ্জ কুশিয়ারা নদীর ভাঙ্গণে জনগুরুত্বপূর্ণ বালাগঞ্জ-খসরুপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পৈলনপুর-ফাজিলপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সেতু সংলগ্ন সড়কের একটি অংশ হঠাৎ করে
প্রায় ৫০০ মিটার ফাটল ধরে নিচের দিকে ৪/৫ ফুট দেবে গেছে। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে চরম দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারী স্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থী সহ অত্র এলাকাবাসী। জানাযায় গত বছরের বন্যা পরবর্তী সময়ে কুশিয়ারা নদীর ভাঙনে উক্ত সড়কের বিভিন্ন স্থান ফাটল ও ভাঙ্গণ দেখাদেয়। বন্যা পরবর্তী পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গণ ও ফাটল স্থানগুলো মেরামত কাজ করে উক্ত স্থান ও মেরামতের অন্তর্ভুক্ত ছিল।
এলাকাবাসীর অভিযোগ, যথাযথ প্রক্রিয়ায় মেরামত কাজ না করায় মঙ্গলবার ( ৬ মে) দিবাগত রাতে এ স্থানটিতে ফাটল ও ভাঙ্গণ দেখাদেয় যত সময় য়াচ্ছে ভাভ্গণ বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন জানান অত্র এলাকায় কুশিয়ারা নদীর ভাঙ্গণ রোধে স্থায়ী কোন পদক্ষেপ গ্রহন না করায় নদী পাড়ের মানুষের ঘরবাড়ী রাস্তা ঘাট নদী ভাঙ্গণের কবলে পড়ছে। তিনি নদী ভাঙ্গণ রোধে কার্যকর পদক্ষেপ ও যাতায়াতে জন দুর্ভোগ লাগবে দ্রুত সড়কের ভাঙ্গণ এলাকা মেরামতে দাবী জানান। সিলেট এলজিইডি নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা জানান তিনি বালাগঞ্জ-খসরুপুর সড়ক ভাঙ্গণের খবর পেয়ে জরুরি ভিত্তিতে যোগাযোগ রক্ষায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য বালাগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেছেন।