সিলেট ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে সেনাবাহিনীর হাতে নৌ-পথের দুই চাঁদাবাজ আটক 

admin
প্রকাশিত মে ৮, ২০২৫, ০৫:২৩ অপরাহ্ণ
সুনামগঞ্জে সেনাবাহিনীর হাতে নৌ-পথের  দুই চাঁদাবাজ আটক 

 

ছাতক প্রতিনিধি ::

ছাতকে সুরমা নদীতে নিয়মবহির্ভূত চাঁদাবাজির অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।আটককৃতদের বাল্কহেড চালকের দায়েরি মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ মে সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আটক কৃতরা হলেন,ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের মোগলপাড়া গ্রামের সমছু মিয়ার ছেলে, যুবলীগ নেতা,ছাতক পৌরসভার টোল আদায়ের ইজারাদার ইকবাল হোসেন রানা ও ইসলাম পুর ইউনিয়নের কুচবাড়ি গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ মকবুল হোসেন।

 

জানাযায়,ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রাম সংলগ্ন সুরমা নদীতে চলন্ত নৌ-যান থেকে নিয়মবহির্ভূত চাঁদা আদায়ের অভিযোগ পেয়ে রোববার বিকেলে তাৎক্ষণিক অভিযানে নামে সেনাবাহিনীর একটি টিম। সেনাবাহিনীর স্পিডবোর্ড দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মকবুল হোসেন (৩০) নামের এক চাঁদাবাজকে আটক করা হয়।এসময় তার একটি ইঞ্জিন চালিত কাঠের নৌক থেকে,দুইটি দেশীয় দা এবং একটি কাঁচি উদ্ধার করা হয়। তার সাথে থাকা অন্যরা এ সময় পালিয়ে যায়।

 

মকবুল হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন লাফার্জ ঘাট এলাকা থেকে ছাতক পৌরসভার মোগলপাড়া গ্রামের সমছু মিয়ার ছেলে,ছাতক পৌরসভার টোল আদায়কারী ইজারাদার,যুবলীগ নেতা ইকবাল হোসেন রানা (৩৬) কে আটক করে ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা।

 

আটকের পর দুইজনকে ছাতক নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। পরে ভুক্তভোগি নদীর বাল্কহেড চালক পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার উত্তর কলারদোয়ানিয়া খলনি গ্রামের আলী হোসেনের ছেলে সুমন খান বাদি হয়ে সোমবার ছাতক থানায় একটি চাঁদাবাজির মামলা (নং-৯/১৩১) দায়ের করেন। এ মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করেছে। মামলার বাদি বাল্কহেড চালক সুমন খান

জানান,প্রতিদিন সুরমা নৌ-পথে পৌর সভার নামে জোর করে অতিরিক্ত টোল আদায় করে যাচ্ছে তারা।

 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানিয়েছেন,থানায় চাঁদাবাজি মামলা দায়ের ও এই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন