ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দি মেঘালয় টি এষ্টেট ইজারা বাতিল এবং ভূমিহীন বসতবাড়ী রক্ষার দাবীতে বিভাগীয় কমিশনার সহ সর্ব মহলে আবেদন

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১০:৩১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১৩ পড়া হয়েছে

Oplus_131072

২৩

মানব বন্ধন পালন সহ সিলেট তামাবিল মহাসড়ক অবরোধের প্রস্তুতি

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুরে দি মেঘালয় টি এষ্টেট ইজারা বাতিল এবং ভূমিহীনদের বসতবাড়ী রক্ষার দাবীতে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (এসিল্যান্ড) সহ সর্ব মহলেে আবেদন।

 

আবেদন সূত্রে জানাযায়, জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের প্রায় ৭০ শতাংশ মানুষ হতদরিদ্র এবং ভূমিহীন পরিবারের অন্তভূক্ত। ভিত্রিখেল পূর্ব-পশ্চিম-উত্তর, নয়াখেল উত্তর-দক্ষিণ ৫টি মৌজার ১২ হাজারের বেশি লোকজন বসবাস করে আসতেছে। উল্লেখিত ৫টি মৌজার ৯শত ৩১টি পরিবার বসবাসের স্বীকতিপ্রাপ্ত হলেও অবশিষ্ট পরিবার গুলো স্বীকৃতি প্রাপ্ত হয়নি। এদিকে দি-মেঘালয় টি এষ্টেট নামীয় নবায়নকৃত ইজারা বাতিল করত: সরেজমিন তদন্তপূর্বক স্বীকৃতি বিহীন পরিবার গুলোর মধ্যে স্থায়ী বন্দোবস্ত প্রদানের জন্য তারা সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (এসিল্যান্ড) বরাবরে লিখিত দাবী জানিয়েছেন। ইতোমধ্যে সকল পরিবারকে উদ্ছেদ করা হয় তাহলে নিজ দেশেই রোহিঙ্গা হিসাবে বস্তু ভিটাহীন হয়ে পড়বে। ফলে ডার ফলে জাতীয় পরিচয় পত্র, ছেলে মেয়েদের পড়ালেখা ভর্তি বিড়ম্বনায় স্বীকার হয়ে পড়বে এই ইউনিয়নের কয়েক হাজার পরিবার। তারা অভিলম্বে দি-মেঘালয় টি এষ্টেট ইজারা বাতিল এবং ভূমিহীনদের বসতবাড়ী রক্ষার তাদের অনুকুলে ভূমি বন্দোবস্তের দাবী জানান।

এদিকে সিলেট বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন দপ্তরে ৫মৌজাবাসীর পক্ষে লিখিত আবেদন করেন আলতাফ হোসেন বেলাল, নাজমুল ইসলাম, কামাল উদ্দিন, আনোয়ারুল হক, আনোয়ার। দি-মেঘালয় টি এষ্টেট ইজারা বাতিল এবং ভূমিহীনদের বসতবাড়ী রক্ষার মানব বন্ধন পালন সহ সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করবে। তারা আরও জানান কোন ভাবে জায়গার দখল ছাড়বে না, দখল নিতে হলে তাদের লাশের উপর দিয়ে দখল করতে হবে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

ঢাকার তিনটি আসনে ‘বিশেষ বরাদ্দ: যা জানালেন উপদেষ্টা

Follow for More!

দি মেঘালয় টি এষ্টেট ইজারা বাতিল এবং ভূমিহীন বসতবাড়ী রক্ষার দাবীতে বিভাগীয় কমিশনার সহ সর্ব মহলে আবেদন

প্রকাশিত: ১০:৩১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
২৩

মানব বন্ধন পালন সহ সিলেট তামাবিল মহাসড়ক অবরোধের প্রস্তুতি

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুরে দি মেঘালয় টি এষ্টেট ইজারা বাতিল এবং ভূমিহীনদের বসতবাড়ী রক্ষার দাবীতে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (এসিল্যান্ড) সহ সর্ব মহলেে আবেদন।

 

আবেদন সূত্রে জানাযায়, জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের প্রায় ৭০ শতাংশ মানুষ হতদরিদ্র এবং ভূমিহীন পরিবারের অন্তভূক্ত। ভিত্রিখেল পূর্ব-পশ্চিম-উত্তর, নয়াখেল উত্তর-দক্ষিণ ৫টি মৌজার ১২ হাজারের বেশি লোকজন বসবাস করে আসতেছে। উল্লেখিত ৫টি মৌজার ৯শত ৩১টি পরিবার বসবাসের স্বীকতিপ্রাপ্ত হলেও অবশিষ্ট পরিবার গুলো স্বীকৃতি প্রাপ্ত হয়নি। এদিকে দি-মেঘালয় টি এষ্টেট নামীয় নবায়নকৃত ইজারা বাতিল করত: সরেজমিন তদন্তপূর্বক স্বীকৃতি বিহীন পরিবার গুলোর মধ্যে স্থায়ী বন্দোবস্ত প্রদানের জন্য তারা সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (এসিল্যান্ড) বরাবরে লিখিত দাবী জানিয়েছেন। ইতোমধ্যে সকল পরিবারকে উদ্ছেদ করা হয় তাহলে নিজ দেশেই রোহিঙ্গা হিসাবে বস্তু ভিটাহীন হয়ে পড়বে। ফলে ডার ফলে জাতীয় পরিচয় পত্র, ছেলে মেয়েদের পড়ালেখা ভর্তি বিড়ম্বনায় স্বীকার হয়ে পড়বে এই ইউনিয়নের কয়েক হাজার পরিবার। তারা অভিলম্বে দি-মেঘালয় টি এষ্টেট ইজারা বাতিল এবং ভূমিহীনদের বসতবাড়ী রক্ষার তাদের অনুকুলে ভূমি বন্দোবস্তের দাবী জানান।

এদিকে সিলেট বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন দপ্তরে ৫মৌজাবাসীর পক্ষে লিখিত আবেদন করেন আলতাফ হোসেন বেলাল, নাজমুল ইসলাম, কামাল উদ্দিন, আনোয়ারুল হক, আনোয়ার। দি-মেঘালয় টি এষ্টেট ইজারা বাতিল এবং ভূমিহীনদের বসতবাড়ী রক্ষার মানব বন্ধন পালন সহ সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করবে। তারা আরও জানান কোন ভাবে জায়গার দখল ছাড়বে না, দখল নিতে হলে তাদের লাশের উপর দিয়ে দখল করতে হবে।