সিলেট ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

মজুরি কমিশন গঠন করে শ্রমিকদের নুন্যতম  মজুরি ৩০ হাজার করতপ হবে—-সেলিম উদ্দিন 

admin
প্রকাশিত মে ৩, ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ণ
মজুরি কমিশন গঠন করে শ্রমিকদের নুন্যতম  মজুরি ৩০ হাজার করতপ হবে—-সেলিম উদ্দিন 

গোলাপগঞ্জ সংবাদদাতা::

জামায়াতে ইসলামী ঢাকা (উত্তর) মহানগরের আমীর ও সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের জামায়াতে ইসলামীর মনেনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, শ্রমিকরা হচ্ছেন এদেশের মুল চালিকা শক্তি। শ্রমিকদের অবদান ছাড়া কোন উন্নয়ন সফল হতে পারেনি। তাই সর্বক্ষেত্রে শ্রমিকদের নায্য দাবী ও অধিকার প্রতিষ্টা করা রাষ্টের অন্যতম মোলিক কাজ।

 

তিনি বলেন,  বিগত ফ্যাসিস্ট  সরকার শ্রমিকদের ব্যবহার করে তাদের নানাবিধ সম্পদের পাহাড় গড়ে তুলেছে ঠিকই কিন্ত শ্রমিকদের কল্যানে কোন কাজ করেনি। অনতিবিলম্বে মজুরি কমিশন গঠন করে শ্রমিকদের নুন্যতম  মজুরি ২৩ হাজার থেকে উন্নীত করে ৩০ হাজার করতে হবে। এছাড়া শ্রমিকদের স্বাস্থ্য  সেবা,  ও দুর্ঘটনা জনিত প্রনোদনা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ছেলে মেয়ে ও তাদের পরিবার জন্য সম্মানজনক ভাবে সমাজে পড়ালেখা করে বেড়ে উঠতে পারে এজন্য সরকারকে আন্তরিক হতে হবে। তিনি মালিকদের উদ্দেশ্য বলেন, শ্রমিক ছাটাই না করে,শ্রমিকদের প্রশিক্ষণ দিন। শ্রমিকদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পেয়ে আপনাদের উৎপাদন কয়েকগুন বেড়ে যাবে। তিনি ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গোলাপগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বর্ণাড্য র্যালী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেল এ র্যালী ও সমাবেশের আয়োজন করে।

 

গোলাপগঞ্জ পৌরসভা শ্রমিক কল্যানের সভাপতি এনাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা  সেক্রেটারি রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপজেলার প্রধান উপদেষ্টা জিন্নুর আহমদ চৌধুরী, পৌরসভার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল খালিক, পৌরসভার উপদেষ্টা ও সাবেক জেলা সহসভাপতি  রেহান উদ্দিন রায়হান,  শ্রমিক কল্যানের জেলা সভাপতি  ভারপ্রাপ্ত  হাফিজ আতিকুল ইসলাম, জেলা কোষাধ্যক্ষ  আব্দুস সাত্তার মুন্না, উপজেলার উপদেষ্টা হাবিবুল্লাহ দস্তগীর, পৌরসভা উপদেষ্টা  কাজি শাহিদুর রহমান,  উপজেলা উপদেষ্টা এহতেছামুল আলম জাকারিয়া ও উপজেলা শ্রমিক কল্যান সভাপতি আশরাফ আল মান্নান লিপু।

সংবাদটি শেয়ার করুন