সিলেট ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

admin
প্রকাশিত মে ১, ২০২৫, ০৪:০৫ অপরাহ্ণ
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের জামালগঞ্জের পাগনার হাওর ও দিরাইয়ে ধান আনতে গিয়ে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১ মে) দুপর ২টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরের লক্ষ্মীপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। অপরটি দিরাই উপজেলার পল্লীতে বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষিপুর গ্রামের হুসেন আলীর ছেলে মানিক মানিক মিয়া (৬৫) এবং অপরজন দিরাই উপজেলার গোপালপুর গ্রামের কৃষক রিংকু দাস।

 

স্থানীয়রা জানায়, আজ সকালে জামালগঞ্জ উপজেলার কৃষক মানিক মিয়া তার ছেলেকে নিয়ে বাড়ির পাশের পাগনার হাওরে বোরো ধান কাটতে গিয়েছিলেন। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জমিতেই মানিক মিয়ার মৃত্যু হয়। তবে সঙ্গে থাকা তার ছেলে নিরাপদ ছিল। খবর পেয়ে আশ-পাশের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

 

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে বিকেলে ৪টার দিকে দিরাই উপজেলার গোপালপুর গ্রামে ট্রলিতে ধান আনার সময় বজ্রপাতে রিংকু দাস নামে আরও এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন