সিলেট ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার 

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫, ০৫:৩১ অপরাহ্ণ
ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার 

ছাতক প্রতিনিধি:

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে গ্রেফতার হয়েছেন ৪ টি মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি এনামুল হক (৪০)। তিনি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে। জিআর-৬৪৮/২১ মামলা (কোতয়ালী) এর আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। দেলোয়ার হোসেন (৩২) উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। ছাতক থানার মামলা (নং ২০( ৪) ২৫) এর আসামি জুয়েল মিয়া কে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। তিনি চাঁন পুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। এদিকে এসএমপির সিলেট এয়ারপোর্ট থানার একটি মামলায় লাক্কাতুরা এলাকার কয়েছ মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২), ও ছাতকের ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের জমশেদ আলীর ছেলে মো.রাসেল (৪০), ও তাহের আলীর পুত্র আক্তার হোসেন (৩৫)কে পুলিশ গ্রেফতার করেছে। ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই মোঃ সাদেক, এএসআই মোঃ তোহা, এএসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সোমবার ২৮ এপ্রিল রাতে পৃথক অভিযান চালিয়ে ৬ আসামিকে গ্রেফতার করেন।

 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন