সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

দুই বন্ধুর উদ্যোগে ওসমানীনগরে ফ্রি চিকিৎসা পাবে সুবিধা বঞ্চিত মানুষ

admin
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ণ
দুই বন্ধুর উদ্যোগে ওসমানীনগরে ফ্রি চিকিৎসা পাবে সুবিধা বঞ্চিত মানুষ

ওসমানীনগর প্রতিনিধি::

দুই বন্ধু মিলে সিলেটের ওসমানীনগরে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এমবিবিএস এবং বিসিএস ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছেন। যুক্তরাজ্য প্রবাসী শিব্বীর আহমদ এবং স্কয়ার ফার্মায় কর্মরত ফার্মাসিস্ট নজরুল ইসলাম এই দুই বন্ধুর উদ্যোগে প্রতি সপ্তাহের শুক্রবারে ফ্রি সেবা পাবেন গ্রামীণ এলাকার সাধারণ মানুষ।

শুক্রবার উপজেলার সাদিপুর ইউনিয়নের বাংলা বাজার ইসলাম মার্কেটে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য হুসাইন রাজা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী মো: আব্দুর রব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রহমতপুর উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাওলানা মো:সামছুজ্জামান,সাদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লুকু মিয়া,২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন,সমাজসেবী মকদ্দুছ আলী,স্থানীয় ইউপি সদস্য খালিছ মিয়া ও মাও আব্দুল বারী।

এই মহতি উদ্যোগ অব্যাহত রাখার আহব্বান জানিয়ে বক্তারা বলেন,এই ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে এবং তাদের স্বাস্থ্যগত সমস্যা সমাধান করতে সক্ষম হবে। যুক্তরাজ্য প্রবাসী শিব্বীর আহমদ এবং নজরুল ইসলামের এই কর্মসূচির মাধ্যমে সমাজে একটি ইতিবাচক প্রভাব তৈরি করবে এবং মানবসেবার মহান উদ্দেশ্যকে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুষ্টানের শুরুতে মোনাজাত পরিচালনা করেন পূর্ব কালনীরচর জামে মসজিদের ইমাম মাওলানা বজলুর রহমান খানঁ এবং প্রতি শুক্রবারে চিকিৎসা সেবা প্রদান করবেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আতিকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন