
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের টহলটিমের অভিযানে ৩৯ বস্তা ভারতীয় শুটকি মাছ আটক করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৫শে এপ্রিল) সকাল ৮:১০ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম ফতেহপুর বাজারের পূর্ব পাশে একটি ডিআই পিকআপ গাড়ী আটক করে। এ সময় গাড়ীর সাথে মালের মালিক কিংবা চালক কাউকে পাওয়া যায় নি।
পরে সেনাবাহিনীর টিম ডিআই গাড়ীটি জব্দ করে সেনাক্যাম্পে নিয়ে আসে। জব্দকৃত শুটকির মধ্যে ৩৭ বস্তায় ১৬৮৮ কেজি চিংড়ি, ১ বস্তায় ৬৭ কেজি ফলি মাছের শুটকি ও অন্য এক বস্তায় ৬৭ কেজি চাপিলা মাছের শুটকি ছিলো।
পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জব্দকৃত শুটকি, ডিআই পিকআপ সহ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায় জব্দকৃত আলামত সমুহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।