
ডেস্ক নিউজ ::
সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে আনারসের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১শে এপ্রিল) দুপুর ২:টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদের মাঝে আনারসের চারা বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন খাত হতে আনারস উৎপাদন বৃদ্ধির জন্য দেশি জাতের আনারসের চারা প্রনোদনা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এই চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
প্রথম ধাপে উপজেলার চারটি ইউনিয়নের কৃষকদের মাঝে পয়তাল্লিশ হাজার চারা বিতরণ করা হয়েছে।
এ সময় চারা বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের উপ- সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম খান,মামুনুর রশিদ,সালেহ আহমেদ, শোয়েব আহমেদ, সানজিদা ইসরাত, হাবিবা বেগম, খাদিজা সুলতানা সহ স্হানীয় আনারস চাষী সহ অন্যান্যরা।
Channel Jainta News 24 























