
ডেস্ক নিউজ ::
বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র আওতায়ধীন জৈন্তাপুর ও কানাইঘাট সীমন্তবর্তী বিভিন্ন বিওপি কর্তৃক অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা সমমূল্যের ভারতীয় চোরাইপন্য সামগ্রী আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, অদ্য ১৭ এপ্রিল ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি মহিষ আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২২,০০,০০০/- টাকা সমপরিমাণ।
এছাড়াও গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় আরো ১২টি মহিষ আটক করা হয়। আটককৃত মহিষের আনুমানিক বাজারমূল্য ২৪,০০,০০০/- টাকা সমপরিমাণ।
দিনের অপর এক অভিযানে ১৭ই এপ্রিল কানাইঘাট উপজেলার সুরাইঘাট এবং সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০০ বোতল মদ এবং ১,৫০০ কেজি ভারতীয় চিনি আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪,২৪,৫০০/- টাকা সমপরিমাণ।
এ বিষয়ে ১৯ বিজিবির অধিনায়ক বলেন, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।