সিলেট ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রধান উপদেষ্টার নববর্ষের শুভেচ্ছা বাণী রেকর্ড নিয়ে যা বললেন আজাদ মজুমদার

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫, ০৫:৪০ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার নববর্ষের শুভেচ্ছা বাণী রেকর্ড নিয়ে যা বললেন আজাদ মজুমদার

অনলাইন :

বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

সোমবার (১৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার নববর্ষের শুভেচ্ছা বাণী রেকর্ড নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

 

পোস্টে তিনি লিখেছেন, হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার নববর্ষের শুভেচ্ছা বাণী রেকর্ড করা হবে আউট ডোরে। সব ঠিকঠাক করে যখন রেকর্ডিংয়ের সময় আসে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা যায় এক কোকিলের আশ্চর্যজনক উপস্থিতি। প্রধান উপদেষ্টা নিজেই রসিকতা করে বলে বসেন, তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে জোগাড় করলে।

 

তিনি আরও লিখেছেন, আজ যারা টিভি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার শুভেচ্ছা বাণী শুনেছেন, নিশ্চিত ভাবেই এই কোকিলের ডাকও খেয়াল করেছেন। যে-রকম হাসি আনন্দের মাঝে এই শুভেচ্ছা বার্তা ধারণ করা হয়েছে, আশা করছি আপনাদের সবার নতুন বছরও এরকম হাসি আনন্দে ভরে থাকবে। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা।

সংবাদটি শেয়ার করুন