
জৈন্তাপুরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সিলেট::
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের রামেশ্বর গ্রামে বিশ্বশান্তি ও সর্বমঙ্গল কামনায় অনুষ্ঠিত হয়েছে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব।
স্বর্গীয় সুধীর চন্দ্র নাথ মহাশয়ের বাড়িতে ধর্মপ্রাণ ভক্তবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় এবং স্থানীয় বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় আয়োজিত হয় এই মহোৎসব।
গত ৫ এপ্রিল ২০২৫, শনিবার দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে জৈন্তাপুর ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। হরিনাম সংকীর্তন, ভক্তিগীতি এবং শ্রীকৃষ্ণের লীলাবর্ণনায় মুখর ছিল পুরো এলাকা। উৎসবের পরিবেশ ছিল অত্যন্ত ভক্তিময় ও আনন্দঘন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “এই সংকীর্তনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি ও মানবতার মিলনমেলা।”
অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও ধর্মীয় গ্রন্থ প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও তারা এই আয়োজন সফলভাবে সম্পন্ন করেছেন এবং ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এই আয়োজন ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের এক অপূর্ব সমন্বয়—এমনটাই মনে করছেন ভক্ত ও স্থানীয়রা।