
জৈন্তাপুর প্রতিনিধি:
ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সিলেটের জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জৈন্তাপুর বাজার বাসস্ট্যান্ডে এলাকায় পথসভায় মিলিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জামিল বিন মুজাফফরে পরিচালনায় পথা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল মালেক ও কে এম শাহিদুল ইসলাম।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা মিছবাহ উদ্দিন মিছবাহ এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা জাতিসংঘসহ মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান যেন ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে কার্যকর ভূমিকা পালন করা হয়। মুসলিম উম্মাহর প্রতি এ হামলা মানবতার বিরুদ্ধে যুদ্ধের শামিল। বিশ্বের প্রতিটি ন্যায়পরায়ণ মানুষের উচিত এই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া।