সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে আনন্দঘন পরিবেশে ঈদূল ফিতর উদযাপিত

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৫, ০৬:০৭ অপরাহ্ণ
বিশ্বনাথে আনন্দঘন পরিবেশে ঈদূল ফিতর উদযাপিত

বিশ্বনাথে আনন্দঘন পরিবেশে ঈদূল ফিতর উদযাপিত

 

বিশ্বের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বিশ্বনাথে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘঠনা ঘঠেনি। ঈদের দিন সোমবার চৈত্র মাসের ৭ তারিখ হলেও সকাল থেকে মেঘলা ও নাতিশীতিষ্ণু আবহাওয়া প্রায় এলাকায় ঈদগাহে নামাজ আদায় করতে মুসল্লীদের কোন বেগপেতে হয়নি। প্রায় মসজিদে সমাজে ও রাষ্ট্রে সর্বদা শান্তি,সম্প্রীতি ,উন্নতি ও বিশ্বের মুসলমানদের জন্য প্রার্থনা করা হয়। বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য মহান স্রষ্টার কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়।

সিলেটের প্রবাসী অধ্যুষিত এক জনপদ বিশ্বনাথ। এ এলাকার অধিকাংশ মানুষের পরিবার-পরিজন যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন বলে দেশে থাকা পরিবারের অবশিষ্ঠ সদস্যরা বেশ ধুমধামের সাথে ঈদ উদযাপন করে আসছেন। এ অঞ্চলের প্রবাসীরা বছরের দুটি ঈদে যেমনভাবে নিজ পরিবারকে সহযোগিতা করেন, ঠিক তেমনী নিজের গরীব আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদেরকেও ভালভাবে ঈদ উদযাপনে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন। এ কারণে ঈদে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানকার বিভিন্ন গ্রামে ঈদ আনন্দের মাত্রা অনেকটা বেশী।

এবার ঈদুল ফিতরকে কেন্দ্র করে সপ্তাহ ধরে বিশ্বনাথ উপজেলা সদরের সরকারী বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানে এবং বিপনীয় প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়। বিভিন্ন গ্রামে ঈদের পূর্ব রাত থেকে তরুণ ও যুবকরা দলবেঁধে মসজিদ এবং ঈদগাহ ধোঁয়া-মোছার কাজ, পাড়া মহল্লায় ‘ঈদ মোবারক’ সম্বলিত গেইট ও তোরণ নির্মাণ এবং নানান রঙের ফেষ্টূন দিয়ে দিয়ে সাজান। এ যেন এক সাজ সাজ রব। ঈদের দিন বিশ্বনাথের কারিকোনা গ্রামে বাদ জোহর পঞ্চায়েতের ধনী-গরীব প্রতিটি ঘর থেকে রান্না করা মাংসের তরকারি ও সাদা ভাত আসে মসজিদে। সেগুলো দিয়ে সবাই মিলে এক কাতারে বসে দুপুরের খাবার সারেন কারিকোনা গ্রামবাসী। এতে দেশে আসা অনেক প্রবাসীরাও যোগদেন ব্যতিক্রমী এ আয়োজনে। জানাগেছে গত প্রায় ১শত ২০বছর ধরে ধারাবাহিকভাবে গ্রামীণ এই ঐতিহ্য কারিকোনা গ্রামের মানুষ পালন করে আসছেন। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বি.এন.পির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা দিনভর তার স্বামীর বাড়ী বিশ্বনাথ এর রামধানা গ্রামে দলীয় নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান দিনভর বিশ্বনাথে অসুস্থ নেতা কর্মীদের বাড়ীতে গিয়ে তাঁদের খোঁজখবর, বিগত সময়ে আন্দোলনে নিহত জামায়াত নেতা গোলাম রব্বানীর কবর জেয়ারত করেন এবং বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন